অনেক কিছু বাদ দিয়েই অগ্রসর হতে হচ্ছে, তবু চেষ্টা করতে হবে কিছু জায়গায় যেন একমত হতে পারি: আলী রিয়াজ

অনেক কিছু বাদ দিয়েই অগ্রসর হতে হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
আজ সোমবার সকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের দশম দিনের বৈঠকে এ কথা বলেন আলী রিয়াজ।
আলোচনার শুরুতে অধ্যাপক আলী রিয়াজ বলেন, 'অনেক কিছুই বাদ দিয়ে অগ্রসর হতে হচ্ছে। তবুও আমাদের চেষ্টা করতে হবে যেন কিছু জায়গায় একমত হতে পারি, সে জায়গায় আসতে হবে।'
তিনি আরও বলেন, 'আলোচনার পর কমিশন নিজে বসছে এবং সংশোধিত বিষয়গুলোকে আপনাদের বক্তব্য ও অবস্থানকে ধারণ করেই নতুন করে প্রস্তাবনা তৈরির চেষ্টা আমাদের মধ্যে আছে।'
আলী রিয়াজ বলেন, 'এতে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। আমাদের আন্তরিক ও সর্বান্তঃকরণ চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য ও আকাঙ্ক্ষার সাথে যেন সামঞ্জস্যপূর্ণ সংস্কার করা যায়।'
তিনি আরো বলেন, 'প্রত্যেকেই কাঠামোগত পরিবর্তনের দিকে জোড় দিচ্ছে। আমরা আপনাদের পাশে আছি।'
এদিকে কমিশন জানিয়েছে, আজ আলোচনা হবে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব নিয়ে।
বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ নিয়েছেন।
আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করার কথা রয়েছে।