চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিল চিটাগাং ড্রাই ডক লিমিটেড

চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আজ সোমবার (৭ জুলাই) থেকে পরিচালনা শুরু করেছে নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। সাইফ পাওয়ার টেক লিমিটেডের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করল প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক টিবিএসকে বলেন, ৬ জুলাই রাত ১২টায় এনসিটি পরিচালনার দায়িত্ব চিটাগাং ড্রাই ডক লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছে। শীঘ্রই পিপিআর অনুযায়ী প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সম্পন্ন হবে।
নাম না প্রকাশের শর্তে সাইফ পাওয়ারটেকের টার্মিনাল পরিচালায় যুক্ত একজন শীর্ষ কর্মকর্তা টিবিএসকে বলেন, '৬ জুলাই রাত ১২টার পর থেকে এনসিটি পরিচালনার দায়িত্বভার সিডিডিএলের অধীনে পরিচালিত হচ্ছে। আমাদের বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তবে এই টার্মিনাল পরিচালনায় ৩ হাজারের অধিক জনবল সাইফ পাওয়ারটেকের অধীনে পরিচালিত হতো; তারাই যুক্ত রয়েছে।'
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৬ মাসের জন্য এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাই ডক লিমিটেড।
গত ১৭ বছর ধরে এনসিটিতে টার্মিনাল অপারেটর হিসেবে কাজ করছিল দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। বারবার ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) পদ্ধতিতে তাদের নিয়োগ দেওয়া নিয়ে নানা সমালোচনা হয়েছে।
গতকাল ৬ জুলাই ডিপিএম অনুযায়ী চট্টগ্রম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি শেষ হয় সাইফ পাওয়ারটেকের।
এনসিটির দীর্ঘমেয়াদি পরিচালনার জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে অপারেটর হিসেবে নিয়োগের বিষয়ে আলোচনা চলছে।
১৮ জুন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এনসিটি বন্দর ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, নিউ মুরিং কনটেইনার টার্মিনালের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ১১ লাখ টিইইউ (বিশ ফুট সমতুল্য ইউনিট)। তবে বর্তমানে এ টার্মিনালে বছরে প্রায় ১৩ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা হয়।
টার্মিনালটিতে পাঁচটি জেটি রয়েছে, যেখানে একসঙ্গে চারটি কনটেইনার জাহাজ ও একটি অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী জাহাজ ভিড়তে পারে। এখান থেকে চট্টগ্রাম বন্দর বছরে প্রায় ১ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে।