ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ সীসা কারখানায় অভিযান: ৩ চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।
দণ্ডপ্রাপ্তরা হলেন: চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩), বাংলাদেশি নাগরিক ইফতেয়ার সিকদার (৩৩), সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।
তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাখিবুল হাসান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সোনারামপুর এলাকায় অবৈধভাবে সীসা কারখানা পরিচালনা করা হচ্ছিল। কারখানাটিতে সীসা গলানোর কারণে বায়ু দূষণের মাধ্যমে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জন কর্মচারীকে কারাদণ্ড প্রদানসহ কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।