অংশীজনদের মতামতের ভিত্তিতে ডাকসু নির্বাচনের তফসিল: প্রধান রিটার্নিং কর্মকর্তা

অংশীজনদের মতামতের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, সে লক্ষ্যে আগামী ২৪ জুন সকালে ডাকসু নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রভোস্টদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া আগামী ২৬ জুন ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবে ডাকসু নির্বাচন কমিশন।
রোববার (২২ জুন) বিকালে নির্বাচন কমিশনের প্রথম সভা শেষে দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- তিনি এসব তথ্য জানান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের কনফারেন্স রুমে বিকাল সাড়ে তিনটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বৈঠক করেন ডাকসু নির্বাচন কমিশনের সদস্যরা। এতে কমিশনের দশ সদস্যের মধ্যে আটজন উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন টিবিএসকে বলেন, আমাদের অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা আগামী ২৬ জুন আমাদের ক্রিয়াশীল ছাত্র সংগঠনদের সঙ্গে আমরা দুই ধাপে বসব। সকালে একধাপে এবং বিকালে আরেক ধাপে।
তিনি আরও বলেন, যেহেতু হল প্রশাসন আমাদের বড় অংশীজন, তাদের সঙ্গে ২৪ জুন সকালে বৈঠক করব। এই দুটো সভার পরে আমরা বুঝতে পারব পরবর্তীতে আমাদের কর্মকাণ্ড কী হবে। অংশীজনদের সঙ্গে বৈঠকগুলোর মূল এজেন্ডাই হলো তফসিল ঘোষণা করা।
তিনি বলেন, আমরা সবাই আন্তরিক একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। ছাত্রদের প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করছি।