যশোরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই

যশোরের মনিরামপুর সড়কের কুয়াদা জামতলা মোড়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগদ যশোর শাখার একটি ডিলারের কর্মকর্তা রবিউল ইসলামের কাছ থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত চক্র এই টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী জানিয়েছে।
যশোরের নগদ একাউন্ট্যান্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা বুঝে নিয়ে কর্মকর্তা রবিউল ইসলাম একটি প্রাইভেটকারে মনিরামপুরের উদ্দেশে যাচ্ছিলেন। জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল আসা দুর্বৃত্ত চক্র প্রাইভেটকারের সামনে এসে গতিরোধ করে। এরপর গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং রবিউলকে নামিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
নগদ কর্মকর্তা রবিউল ইসলাম যশোরের ভাতুড়িয়া হাফেজ পাড়ার জালাল উদ্দিনের ছেলে। তিনি নগদ যশোর একটি শাখার ব্যবস্থাপক। যশোর থেকে নগদের টাকাটি যে প্রাইভেটকারের চালক পোস্ট অফিস পাড়ার মোহাম্মদ সাজু। প্রাইভেটকার নাম্বার ঢাকা মেট্টো গ-১৫৫৯২৩।
রবিউল ইসলাম জানান, তিনি যশোরের নগদের একাউন্ট্যান্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ওই ৫৫ লাখ টাকা নিয়ে মনিরামপুর শাখা সাব অফিসের টাকা আবু সাজিদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। আর পথিমধ্যে তাদের উপর হামলা হয়েছে। তার উপর আঘাত করা হয়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ঘটনাস্থলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার একটি টিম প্রকৃত ঘটনা উদঘাটনে খোঁজখবর নিচ্ছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে কাজ শুরু করেছে।