কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন
কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার চৌরঙ্গী বাজারে ব্যাংকটির পান্টি কুমারখালী শাখায় আগুন দেয় তারা। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং টহল জোরদার করে। আজ সকালে সরেজমিনে দেখা যায়, ব্যাংকের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।
ব্যাংকের নৈশপ্রহরী ইসমাইল শেখ বলেন, "আমি ভেতরেই ছিলাম। ফজরের আযান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে আমি চিৎকার শুরু করি। চিৎকার শুনে দুর্বৃত্তরা পালিয়ে যায়।"
তিনি জানান, বাইরে থেকে জানালার একটি ছোট ছিদ্র দিয়ে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল বলেন, "নাইটগার্ড ভেতরেই ছিল। দুর্বৃত্তরা জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।"
জানতে চাইলে কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি পেট্রোল ভর্তি বোতল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
