ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে লেবাননে বাংলাদেশিদের রাতে না বেরোনোর পরামর্শ

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের উত্তেজনা বাড়তে থাকায় লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সেদেশে বসবাসরত বাংলাদেশিদের চলাফেরায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
আজ (১৬ জুন) দূতাবাস থেকে জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, 'মধ্যপ্রাচ্যে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বিশেষ করে রাতের বেলায় ঘরের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হলো।'
সতর্কবার্তায় আরও বলা হয়, 'লেবাননের স্থানীয় কর্তৃপক্ষের জারিকৃত সতর্কতামূলক বার্তাগুলো মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।'
প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক (৭১২১৭১৩১), হটলাইন (৭০৬৩৫২৭৮) এবং হেল্পলাইন নম্বরে (৮১৭৪৪২০৭) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আজ ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা এখন ইরানের পশ্চিমাঞ্চল থেকে রাজধানী পর্যন্ত বিস্তৃত আকাশসীমা নিয়ন্ত্রণে রেখেছে। এই ঘোষণার আগে ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। সংঘাতের চতুর্থ দিনে এসব হামলায় নগরাঞ্চলের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ সেবা অবকাঠামো ভেঙে পড়েছে।
এদিকে, তেহরানে ইসরায়েলের চালানো বিমান হামলায় ২২০ জনের বেশি মানুষ নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইরান তেল আবিব ও হাইফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যাতে কমপক্ষে ৮ জন নিহত ও আরও অনেক আহত হন।