ড. ইউনূস-তারেকের লন্ডন বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত ইসিকে জানাতে সরকারকে আহ্বান বিএনপির
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনে ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যে সিদ্ধান্ত হয়েছে, তা নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত 'বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট ২০২৫-২৬' শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, 'আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং সেই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবে বলে আশা করি।'
বিএনপি নেতা আরও বলেন, এতে করে নির্বাচন কমিশন জনগণকে জানাতে পারবে যে তারা সরকারের পক্ষ থেকে একটি পরামর্শমূলক বা নির্দেশনামূলক বার্তা পেয়েছে।
সালাহউদ্দিন আহমদ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে অনুমোদনের বিষয়েও গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, 'এটা অন্তর্বর্তী সরকারের বিবেচনায় রাখা উচিত—অনুমোদনের প্রয়োজন হলে, কোথা থেকে এবং কীভাবে সেই বৈধতা দেওয়া হবে, আমরা তা ভাববো।'
প্রসঙ্গত, গত শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৯০ মিনিটের বৈঠকে বসেন। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তারা জানান, সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে ২০২৬ সালের রমজানের আগের সপ্তাহে নির্বাচন আয়োজনের বিষয়ে তারা একমত হয়েছেন।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে আরও বলা হয়, আলোচনাটি রাজনৈতিক অচলাবস্থার অবসান ও অন্তর্বর্তী সরকার ও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন কমাতে এক মাইলফলক হিসেবে কাজ করবে।
