ভাঙচুরের মামলায় চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনায় করা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
আজ সোমবার শুনানি শেষে এ অনুমতি দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, যদিও মামলায় প্রথমে চিন্ময় কৃষ্ণ দাসের নাম ছিল না, তবে তদন্তে পুলিশ তার জড়িত থাকার তথ্য পেয়েছে। এ তথ্যের ভিত্তিতে আদালতের কাছে চিন্ময় কৃষ্ণ দাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি চেয়ে আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেছেন।
পরে গত ৪ জুন তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মোস্তফা কামাল চিন্ময় কৃষ্ণ দাসকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। আজ শুনানির পর আদালত তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে গত মাসে চারটি মামলায় চিন্ময়কে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছিল পুলিশ।
গত বছরের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
এর প্রতিবাদে চিন্ময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ শুরু করেন। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।