সচিবালয়ে প্রবেশের চেষ্টা: এনটিআরসিএ নিয়োগ প্রত্যাশীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জ

পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ প্রত্যাশীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রেখেছেন।
আজ রোববার (১৫ জুন) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন টিবিএসকে বলেন, ১৭ তম নিবন্ধনের কয়েকজন নিয়োগ প্রত্যাশী উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়েছিল। সেটি না পাওয়ায় তারা জোরপূর্বক সচিবালয়ে প্রবেশে চেষ্টা করে। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করে।
বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গত ৮ জুন গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।