আগামী ৩ মাস এনইআইআর ব্যবস্থা স্থগিত থাকবে: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর ডিসি মাসুদ
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা আগামী তিন মাসের জন্য স্থগিত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (রমনা বিভাগ) উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।
আজ রোববার (৪ জানুয়ারী) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান নেওয়া মুঠোফোন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এখনো বিষয়টি নিশ্চিত করেনি। মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধিরাও বলেছেন যে তারা এ বিষয়ে এখনো কিছু জানেন না।
এর আগে এনইআইআর চালুর বিরোধিতাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী শাটডাউনের মধ্যে রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট মোড় অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এছাড়াও তাদের ওপর টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ২০ জন আহত হন। আটক করা হয় ১২ জনকে।
