ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার

২১ বছর ধরে পলাতক থাকার পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. আবু বকরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (১৩ জুন) জেলার ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা-বাগানের একটি দুর্গম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭-এর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের জুলাই মাসে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি সংঘধর্ষণ মামলা দায়ের করা হয়। তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আবু বকরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
তবে রায় ঘোষণার আগেই তিনি পলাতক হন এবং স্থান পরিবর্তন করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে আবু বকরকে গ্রেপ্তার করে।
তিনি চা-বাগানের এক নির্জন স্থানে লুকিয়ে ছিলেন বলে জানায় র্যাব।
গ্রেপ্তারের পর তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।