Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 01, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 01, 2025
ড. ইউনূসের নোবেলপ্রাপ্তির পেছনে খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের ভূমিকা রয়েছে: মো. রুহুল কুদ্দুস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2025, 09:45 pm
Last modified: 11 June, 2025, 09:45 pm

Related News

  • ডিসেম্বরে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু
  • এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা 
  • অন্তর্ভুক্তিমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কাজ করছে: ড. ইউনূস 
  • খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার খবর সঠিক নয়: ডা. জাহিদ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় ইতিবাচক ফলাফলের আশা করছে সরকার: শফিকুল আলম

ড. ইউনূসের নোবেলপ্রাপ্তির পেছনে খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের ভূমিকা রয়েছে: মো. রুহুল কুদ্দুস

আজ (১১ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ড. মুহাম্মদ ইউনূসের নোবেল প্রাপ্তিতে বেগম খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের ভূমিকা-প্রত্যক্ষদর্শীর বর্ণনা-শিরোনামের এই পোস্টে তিনি লিখেছেন, ড. মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী ‘নোবেলজয়ী’ হিসেবে সুপরিচিত। কিন্তু তার নোবেল প্রাপ্তির পেছনে দু’জন ব্যক্তির ভূমিকা আমার স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল। একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী; বেগম খালেদা জিয়া, অন্যজন বৃটিশ রাজ পরিবারের প্রিন্স চার্লস, বর্তমানে যিনি রাজা ৩য় চার্লস।
টিবিএস রিপোর্ট
11 June, 2025, 09:45 pm
Last modified: 11 June, 2025, 09:45 pm
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ড. ইউনূসের নোবেলপ্রাপ্তির পেছনে খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের [বর্তমানে রাজা চার্লস] ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সাবেক দ্বিতীয় সচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, ব্যারিস্টার-এট-ল', বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক মো. রুহুল কুদ্দুস (কাজল)।

আজ (১১ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে 'ড. মুহাম্মদ ইউনূসের নোবেল প্রাপ্তিতে বেগম খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের ভূমিকা-প্রত্যক্ষদর্শীর বর্ণনা-শিরোনামের এই পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে ইংল্যান্ড সফর করছেন। তিনি রাজা চার্লসের কাছ থেকে সম্মানসূচক পদক গ্রহণ করবেন এবং বৃটিশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ কর্মসূচি নির্ধারিত হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী 'নোবেলজয়ী' হিসেবে সুপরিচিত। কিন্তু তার নোবেল প্রাপ্তির পেছনে দু'জন ব্যক্তির ভূমিকা আমার স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল। একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী; বেগম খালেদা জিয়া, অন্যজন বৃটিশ রাজ পরিবারের প্রিন্স চার্লস, বর্তমানে যিনি রাজা ৩য় চার্লস।

তিনি লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বদান্যতায় বাংলাদেশ সরকারের একজন কূটনীতিক হিসেবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে কাজ করার সুযোগ হয়েছিল ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত। আমি ছিলাম হাইকমিশনের ২য় সচিব।

২০০৫ সালে রাণী এলিজাবেথ কমনওয়েলথভুক্ত দেশের কূটনীতিকের জন্য বাকিংহাম প্যালেসে একটি গার্ডেন পার্টির আয়োজন করেন। বাংলাদেশের পক্ষ থেকে তৎকালীন হাইকমিশনার জনাব মোফাজ্জল করিম, ডেপুটি হাইকমিশনার ড. সাইফুল ইসলাম খান ও আমি ২য় সচিব মো. রুহুল কুদ্দুস (কাজল) সস্ত্রীক উপস্থিত ছিলাম।

তিনি আরও লেখেন, রাজকীয় রীতি অনুযায়ী প্রথমে রাণী এলিজাবেথ, এরপর তার স্বামী ফিলিপস এবং প্রিন্স চার্লস সারিবদ্ধভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/ হাইকমিশনারদের সঙ্গে কুশলাদী বিনিময় করেন। তাদের নিজ নিজ দেশের বিষয়ে আলাপ করেন।

রাণী এলিজাবেথ ও তার স্বামী অনেকটা সৌজন্যতা করেই আমাদের সামনে দিয়ে গেলেন। এরপর এলেন প্রিন্স চার্লস। বাংলাদেশে তখন বন্যা চলছিল। প্রিন্স চার্লস বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিলেন। বাংলাদেশের প্রতি তার সমবেদনার কথা উল্লেখ করলেন।

বন্যা প্রসঙ্গ শেষ হতেই তিনি অকস্মাৎ বলে উঠলেন, What are you doing about Dr. Younus? একথা শুনে আমরা তিনজনই অপ্রস্তুত হয়ে গেলাম। আসলে বুঝতেই পারিনি তিনি কোন ড. ইউনুসের কথা বলছেন? আর প্রিন্স চার্লস বাংলাদেশের কোন একজন একক ব্যক্তি সম্পর্কে কিছু বলবেন, এটা তো আমাদের ধারণার মধ্যেই ছিল না। কিন্তু তাকে তো জিজ্ঞাসা করা যায় না যে আপনি কার কথা বলছেন? আমাদের এমন ভ্যাবাচাকা অবস্থার মধ্যে তিনি বলে উঠলেন, I & Hilary are trying for Younus's nobel prize. Your government should come forward.

মো. রুহুল কুদ্দুস লেখেন, হিলারি ক্লিন্টনের নাম উচ্চারণ করাতে আমরা বুঝতে পারলাম তিনি আজকের ড. ইউনূসের কথা বলছেন। আমাদের এই আলাপচারিতার আগে ড. ইউনূস হিলারি ক্লিন্টনকে দেশে এনে বেশ হইচই ফেলে দিয়েছিলেন।

প্রিন্স চার্লস চলে যাওয়ার পর হাই কমিশনার আমাদের দু'জনের সঙ্গে আলাপ করে প্রিন্স চার্লসের এই কথার গুরুত্ব সত্বর সরকারকে জানানোর কথা বললেন। বাকিংহাম প্যালেস থেকে আমরা সোজা চলে গেলাম বাংলাদেশ হাই কমিশনে।

ডিপ্লোম্যাটিক প্রটোকল অনুযায়ী হাই কমিশনার বিষয়টি রিপোর্ট করবেন পররাষ্ট্র সচিবকে। আমি যেহেতু ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলাম না, আমার আবেগের জায়গা থেকে আমি হাই কমিশনার স্যারকে বললাম, আপনি বিষয়টি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জানান। প্রটোকল অনুযায়ী তিনি সেটিও করতে ইতস্তত বোধ করলেন।

তখন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন ড. কামাল উদ্দিন সিদ্দিকী। আমাকে অনেক স্নেহ করতেন। আমার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। আমি তাকে ফোন করে হাই কমিশনার স্যারের সঙ্গে কথা বলিয়ে দিলাম।

তিনি লেখেন, ড. কামাল সিদ্দিকী বললেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি এ বিষয়ে হাই কমিশনারকে অবহিত করবেন। সম্ভবত সেইদিন কিংবা পরদিন ড. কামাল সিদ্দিকী হাই কমিশনারকে জানালেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি অবহিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম reaction হলো, 'বাংলাদেশের একজন মানুষ নোবেল পাবে এটা তো আমাদের জাতির জন্য গর্বের বিষয়। আমাদের সরকার ড. ইউনূসের নোবেল প্রাপ্তির জন্য সব ধরনের সহযোগিতা করবে।'

ড. কামাল সিদ্দিকী প্রিন্স চার্লসের সঙ্গে কি কথা হয়েছে তার একটা হুবহু বর্ণনা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর পাঠানোর নির্দেশ দিলেন। সেই মোতাবেক হাই কমিশনার সেটি করলেন।

আগেই বলেছি, আমি ক্যারিয়ার ডিপ্লোম্যাট না। কাজেই এর পরে কি হয়েছে তা আমার আর জানার কথা ছিল না। আর নোবেল যেহেতু সুইডেন থেকে দেওয়া হয়, কাজেই লন্ডন মিশনের কাজের আওতায় এটা পড়ে না।

তিনি আরও লেখেন, এদিকে বাকিংহাম প্যালেসের এই ঘটনার পর বাংলাদেশ হাইকমিশন ও সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসে বেশ পরিবর্তন ঘটে। লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনার মোফাজ্জল করিম চাকুরি শেষে দেশে ফিরে যান। সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদকে লন্ডনে হাইকমিশনার হিসেবে বদলি করা হয়। আমি লন্ডন হাইকমিশনেই ছিলাম।

তখনও সুইডেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়নি। চার্জ ডি এফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন, লন্ডন হাই কমিশনে আমার সাবেক সহকর্মী, বর্তমানে রোমানিয়ার রাষ্ট্রদূত শাহনাজ গাজী।

২০০৫ সালের শেষার্ধে আমি পরিবারসহ বেড়াতে গিয়েছিলাম সুইডেনে। রাষ্ট্রদূত শাহনাজ গাজীর বাড়িতে ছিলাম। রাতে খাবার টেবিলে তাকে জিজ্ঞাসা করলাম, সুইডেনে তো আমাদের দূতাবাসের কাজ কম। তো আপনি কি নিয়ে ব্যস্ত থাকেন? জবাবে তিনি যা জানালেন, আমাকে নিয়ে গেল বাকিংহাম প্যালেসে।

তিনি বললেন, ড. ইউনূসের নোবেল প্রাপ্তির বিষয়টি খালেদা জিয়া সরকারের টপ প্রায়োরিটি। আমাদেরকে সেভাবে নির্দেশ দেয়া হয়েছে। ড. ইউনূস সাহেবকে নিয়ে নোবেল কমিটিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়মিত বৈঠক করতে হয়। ঢাকায় রিপোর্ট করতে হয়। ড. ইউনূস নিজেও সুইডেন সফর করেছেন এবং আরো করবেন। বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি হিসেবে।

শাহনাজ গাজীর কথার মর্মার্থ হলো, ড. ইউনূসের নোবেল প্রাপ্তির assignment হলো পুরো বাংলাদেশের ইজ্জতের ব্যাপার। বিষয়টা যতনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তার চেয়ে বেশি প্রধানমন্ত্রীর দপ্তরের এবং স্বয়ং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।

শাহনাজ গাজীর সঙ্গে আমার আলাপচারিতা এখানেই শেষ। আমিও আর এ বিষয়ে খবর রাখিনি।

পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ২০০৬ সালে। 

তার নোবেল পুরস্কার প্রাপ্তির বিষয়ে বেগম খালেদা জিয়া এত বেশি সিরিয়াস ছিলেন যে, সুইডেনে নিযুক্ত পরবর্তী রাষ্ট্রদূত জনাব আজিজুল হক যখন সুইডেনের রাজার কাছে তার পরিচয়পত্র পেশ করেন, তিনি তখন ড. ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তির জন্য বাংলাদেশ সরকারের পূর্ণাঙ্গ সমর্থন প্রকাশ করেন এবং সুইডেনের রাজার সহযোগিতা কামনা করেন। 

এভাবেই ড. মুহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। কিন্তু এত বড় অর্জনের পিছনের দু'জন কারিগর, বেগম খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের ভূমিকা স্বচক্ষে দেখার সুযোগ আমার হয়েছে। নিশ্চিতভাবে বেগম খালেদা জিয়া করেছেন দেশের টানে, প্রিন্স চার্লস হয়ত করেছেন বন্ধুত্বের টানে। দেশপ্রেম ও বন্ধুত্ব উভয়ই জাগরুক থাকুক।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / ড. ইউনূস / নোবেল পুরস্কার / প্রিন্স চার্লস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুড়িগ্রামে সাপুড়ের প্রাণ নেয়া সাপকে কাঁচা চিবিয়ে খেয়ে নিলেন আরেক সাপুড়ে
  • আইএফআইসি আমার বন্ড কেলেঙ্কারি: সালমান-শায়ান-শিবলী রুবাইয়াতকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা
  • জাতীয় সরকার নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সত্য নয়; সাদিক কায়েম সমন্বয়ক ছিল না: নাহিদ ইসলাম
  • সাংবাদিক আরিফকে তুলে নিয়ে নির্যাতন: সাবেক ডিসি সুলতানা ও ৩ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে চার্জশিট
  • ‘অবৈধভাবে’ পাহাড় কাটার দায়ে লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা
  • চট্টগ্রাম ইপিজেডে দীর্ঘদিনের পরিত্যক্ত কারখানা ষষ্ঠবারের মতো নিলামে, পুরো প্রকল্প হস্তান্তরের উদ্যোগ বেপজার

Related News

  • ডিসেম্বরে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু
  • এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা 
  • অন্তর্ভুক্তিমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কাজ করছে: ড. ইউনূস 
  • খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার খবর সঠিক নয়: ডা. জাহিদ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় ইতিবাচক ফলাফলের আশা করছে সরকার: শফিকুল আলম

Most Read

1
বাংলাদেশ

কুড়িগ্রামে সাপুড়ের প্রাণ নেয়া সাপকে কাঁচা চিবিয়ে খেয়ে নিলেন আরেক সাপুড়ে

2
বাংলাদেশ

আইএফআইসি আমার বন্ড কেলেঙ্কারি: সালমান-শায়ান-শিবলী রুবাইয়াতকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা

3
বাংলাদেশ

জাতীয় সরকার নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সত্য নয়; সাদিক কায়েম সমন্বয়ক ছিল না: নাহিদ ইসলাম

4
বাংলাদেশ

সাংবাদিক আরিফকে তুলে নিয়ে নির্যাতন: সাবেক ডিসি সুলতানা ও ৩ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে চার্জশিট

5
বাংলাদেশ

‘অবৈধভাবে’ পাহাড় কাটার দায়ে লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা

6
বাংলাদেশ

চট্টগ্রাম ইপিজেডে দীর্ঘদিনের পরিত্যক্ত কারখানা ষষ্ঠবারের মতো নিলামে, পুরো প্রকল্প হস্তান্তরের উদ্যোগ বেপজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net