ইঞ্জিন বিকল, সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১১ জুন) দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, 'নোয়াপাড়া স্টেশন থেকে ১২টা ৫৩ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। সেই হিসাবে এটি শায়েস্তাগঞ্জে ১টা ২৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি আউটার সিগন্যালে থেমে যায়।'
তিনি আরও জানান, বিকল ইঞ্জিনটি মেরামতের কাজ চলছে।