লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, বার্তা সংস্থা বাসসকে জানান, 'প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডন সময় সকাল ৭টা ৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।'
গতকাল (৯ জুন) সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের চার দিনের সফরে রওনা হন মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারকে উদ্ধৃত করে ইউএনবি জানায়, প্রধান উপদেষ্টা ও তার ছোট্ট সফরসঙ্গী দল এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
সফরকালে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশের বাইরে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আনার বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
সোমবার (১০ জুন) সকালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান বলেন, 'যুক্তরাজ্য বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী। পাশাপাশি, তারা এই খাতে পরামর্শক সেবা দেওয়ার আগ্রহও দেখিয়েছে। প্রধান উপদেষ্টার সফরে এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।'
প্রধান উপদেষ্টার সফরসূচি অনুযায়ী— ৪ জুন এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী ঘোষণা করেন—তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এছাড়া তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক নেতা ও সরকারের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।