অনির্দিষ্টকালের জন্য ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

কাঠমান্ডু উপত্যকাজুড়ে বিক্ষোভ বাড়তে থাকায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
টিআইএ সূত্র জানায়, গথাতারসহ বিভিন্ন এলাকায় লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা এবং বিমান চলাচল নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে ইতমধ্যেই সেনা মোতায়েন করা হয়েছে।
এদিকে, দ্য কাঠমান্ডু পোস্টের বরাতে জানা গেছে, গুরুতর পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে আজ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার হংস রাজ পান্ডে বলেন, 'কোটেশ্বরের কাছে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ায় দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, "বিমানবন্দর বন্ধ নয় এবং আমরা এটি বন্ধ করব না।'
যাতায়াতে সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারেননি, যার ফলে বিমান উড্ডয়ন করতে পারছে না। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বুদ্ধ এয়ারসহ দেশীয় এয়ারলাইন্সগুলো তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।