শসা চুরিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে থেমে থেমে এ সংঘর্ষ ঘটে। আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শ্রীঘর গ্রামের বড়হাটি এলাকার জুয়েল মিয়া তার বাড়ির পাশের জমিতে শসা চাষ করেন। গত কয়েকদিন ধরে ওই জমি থেকে রাতের আঁধারে শসা চুরি হচ্ছিল। পরে জানা যায়, পার্শ্ববর্তী সরকারবাড়ির কয়েকজন যুবক এ চুরির সঙ্গে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।
বিরোধের জেরে আজ সকালে সরকারবাড়ি ও বড়হাটি এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, শসা চুরির ঘটনায় এক পক্ষ সালিশ চাইলেও অপর পক্ষ রাজি হয়নি। এর জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।