বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব কানাডায় নৌ-দুর্ঘটনায় নিহত

টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ-র সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব কানাডায় একটি লেকে নৌকা ভ্রমণের সময় দুর্ঘটনায় মারা গেছেন।
ডেনিম এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল আজ (৯ জুন) সকাল ৭টায় আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিজিএমইএ সদস্যদের পাঠানো এক বার্তায় বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন লিখেছেন, 'সম্মানিত সদস্যবৃন্দ, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিজিএমইএর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ হিল রাকিব কানাডার স্টার্জন লেকে ক্যানো উল্টে যাওয়ার ঘটনায় গতকাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।'
আনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে। আমাদের সম্মানিত সদস্য এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব কানাডায় মৃত্যুবরণ করেছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আমি তার বড় ভাই ও কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।'
গত এক দশকে টিম গ্রুপ তৈরি পোশাক (আরএমজি) খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রুপটির ছয়টি পোশাক ও ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা রয়েছে—ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেড, গ্রামটেক লিমিটেড, সাউথ এন্ড সোয়েটারস, মার্স স্টিচ লিমিটেড ও সি.বি.এম. লিমিটেড।
টেকসই ও দায়িত্বশীল ব্যবসার ধারায় অন্যতম পথিকৃৎ টিম গ্রুপ। সবুজ বিপ্লবের অন্যতম অগ্রদূত এ গ্রুপ। এই গ্রুপের একটি কারখানা লিড গোল্ড সনদপ্রাপ্ত, আরও দুটি ইতিমধ্যে ইউএসবিজিবিসিতে লিড প্লাটিনাম সনদের জন্য নিবন্ধিত হয়েছে।
টিম গ্রুপ সফলভাবে ওষুধ শিল্প, রিয়েল এস্টেট, তথ্য প্রযুক্তি ও রিটেইলসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে। এ গ্রুপে এখন ১৫ হাজার ৮০০ জন কর্মরত।
রাকিব বিজিএমইএর পরিচালক হিসেবে ২০১৩-১৫ ও ২০১৫-১৭—এই দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি জাপান, ব্রাজিল, মেক্সিকো ও চিলিতে নতুন বাজার তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।