যানজট নিরসনে মহাসড়কে ৪ হাজার পুলিশ সদস্য কাজ করছে: অতিরিক্ত আইজিপি

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে যানজট নিরসনে মহাসড়কে চার হাজার পুলিশ সদস্য কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা।
বুধবার (৪ জুন) দুপুরে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং মহাসড়ক যানজট মুক্ত রাখা সংক্রান্তে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরাও কাজ করছে।
বৃষ্টির কারণে ঈদযাত্রা কিছুটা বিঘ্ন হলেও এবারও ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন।
এছাড়াও, মহাসড়কে ৬৭টি স্থানে খানাখন্দ ও ২৮৫টি দুর্ঘটনা প্রবল এলাকা রয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকায় সতর্কতার সঙ্গে যাত্রীদের চলাচল করতে আহ্বান জানান তিনি ।
অতিরিক্ত আইজিপি বলেন, বৃহস্পতিবার (৫ জুন) হেলো এইচপি একটি অ্যাপস উদ্বোধন করা হবে। অ্যাপসের মধ্যে ভাড়ার একটি চার্ট দেওয়া আছে। কেউ বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা সহজে অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো রোডের ভাড়া সমন্ধে জানতে পারবে।
তিনি আরও বলেন, বাসমালিক সমিতির সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিবেন না।
এসময় জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।