জুলাইয়ের মধ্যে সংস্কার সম্পন্ন হতে হবে, আর নির্বাচন এপ্রিলের মধ্যে: জামায়াতের নায়েবে আমির

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জুলাইয়ের মধ্যে সংস্কার সম্পন্ন করতে হবে। আর নির্বাচন হতে পারে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে।
বৈঠক শেষে আজ সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, 'আমরা বলেছি জুলাইয়ের মধ্যে সংস্কার সম্পন্ন করতে হবে। বেশিরভাগ বিষয়ে সবাই একমত হয়েছে। সামান্য কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে। জুলাইয়ের মধ্যে সংস্কার শেষ হবে। এরপর একটি জুলাই সনদ হবে। সেখানে আমরা সব দল স্বাক্ষর করব।'
তিনি বলেন, 'আমরা বলেছি মে-জুন মাস আবহাওয়ার কারণে নির্বাচনের জন্য উপযুক্ত নয়, এপ্রিলের মধ্যেই একটা তারিখ দিবেন। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি উপযুক্ত সময় দিলে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের প্রস্তুতি নিতে পারবে।'
তিনি আরও বলেন, 'অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। যেসব বিষয়ে মৌলিক ঐকমত্য হচ্ছে না, সেগুলো পরে আলোচনা করা হবে।'
প্রবাসীদের ভোটের প্রসঙ্গে ডা. তাহের বলেন, 'আমরা নীতিগতভাবে সবাই একমত যে ১ কোটি ১০ লাখ প্রবাসীকে ভোট প্রদানের সুযোগ দিতে হবে। এ বিষয়ে সরকারও একমত হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের এ বিষয়ে কোনো তৎপরতা দেখছি না।'
তিনি আরও বলেন, 'আমরা গত তিন নির্বাচনের মতো কোনো প্রহসনমূলক নির্বাচন চাই না। আমরা চাই সব জায়গায় কাজ করে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে হবে। সেটা নির্বাচনের অনেক আগেই করতে হবে।'