ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, এলোপাথাড়ি গুলিতে আহত ১ পুলিশ সদস্য

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের কুরনী এলাকায় শুক্রবার দিবাগত রাতে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের এলোপাতাড়ি গুলিতে হাইওয়ে পুলিশের রেকার হেলপার তুহিন মিয়া (২৮) গুরুতর আহত হয়েছেন। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদনান মোস্তাফিজ জানিয়েছেন, ডাকাতদের ধরতে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জর্ডান প্রবাসী বিউটি আক্তার পরিবারের সঙ্গে বগুড়ার সারিয়াকান্দিতে যাচ্ছিলেন। কুরনী এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে থামায়। এরপর ওই গাড়ি থেকে নেমে ডাকাত দল হামলা চালায় এবং তাদের কাছ থেকে সর্বস্ব লুটে নেয়।
এসময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা দুইটি মাইক্রোবাস দেখে হাইওয়ে পুলিশ এগিয়ে গেলে ডাকাতরা তাদের ওপরও গুলি চালায়। পুলিশের রেকার হেলপারের কব্জিতে গুলি লাগে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এরপর ডাকাতরা মাইক্রোবাস রেখে পালিয়ে যায়।
ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আদনান মোস্তাফিজ।