ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে বাসাইলের বাঐখোলা এলাকায় বাংলা স্টার পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। একই স্থানে বৃহস্পতিবার সকালেও দুর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছিলো।
এছাড়াও একই সময়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায় টায়ারে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সারোয়ার হোসেন বলেন, বাঐখোলা এলাকায় দুর্ঘটনার কারণে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ছিলো। এর মধ্যে পাবনাগামী বাংলা স্টার পরিবহনের একটি বাসে আগুন লাগে।
তিনি আরও বলেন, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের চালক ও হেলপার জানিয়েছে, যাত্রীবাহী বাসের পেছনে শব্দ হয়। পরে বাসে আগুন লাগলে যাত্রী ও চালক হেলপার নেমে যায়। পেট্রোল বোমা কিনা এ বিষয়ে ওসি কিছু বলেনি।
