চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাবি শিক্ষার্থী আহত

রাজশাহীর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
আহতের সহযাত্রী ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান জানান, তারা রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন। ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী ছাড়ার কিছু সময় পর হরিয়ান এলাকায় পৌঁছালে জানালার ফাঁক দিয়ে ছোড়া একটি পাথর সরাসরি সাজ্জাদের মাথায় লাগে।
পাথরের আঘাতে তার মাথা কেটে রক্ত বের হয়। সহযাত্রীদের সহায়তায় প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করা হয়।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, 'মধুমতি ট্রেনে রাজশাহী রেলওয়ে থানার পুলিশ থাকে না, অন্য থানার পুলিশ দায়িত্বে থাকে। ওই ট্রেনে থাকা পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।'