ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: ৬ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় ছয় আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রিমান্ড শেষে আজ বুধবার (২৮ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এ আদেশ দেন।
আসামিরা হলেন—তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০), সম্রাট মল্লিক (২৮), হৃদয় ইসলাম, সোহাগ ও রবিন।
মামলার তদন্ত চলাকালে তাদের কারাগারে রাখার আবেদন জানিয়ে পুলিশ আজ আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, ১৩ মে রাজধানীর গ্রিনরোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে শাহবাগ থানা পুলিশ তামিম, পলাশ ও সম্রাটকে গ্রেপ্তার করে।
১৭ মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাদের ছয় দিনের রিমান্ডে দেন। পরে ২৩ মে আবার পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।
এদিকে, রোববার (২৬ মে) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোহাগ, হৃদয় ও রবিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের দুই দিনের রিমান্ডে নেয়া হয়।
১৩ মে সন্ধ্যায় ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ও এ এফ রহমান হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে সোহরাওয়ার্দী উদ্যানের কাছে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
এ ঘটনায় ১৪ মে নিহত সাম্যর ভাই শরিফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।