আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন: তারো আসোকে জানালেন ইউনূস

অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতেই আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (২৮ মে) জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লিগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা চারদিনের সরকারি সফরে আজ বুধবার (২৮ মে) টোকিও পৌঁছান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, "অধ্যাপক ইউনূস তারো আসোকে বলেছেন যে নির্বাচন (চলতি বছরের) ডিসেম্বর থেকে (আগামী বছরের) জুন—এই ছয় মাসের সময়সীমার মধ্যে অনুষ্ঠিত হবে। এটি একটি নির্বাচনি রোডম্যাপও হিসেবে কাজ করবে।"
তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, এই সময়সীমার পরে— তিনি আর একদিনও ক্ষমতায় থাকবেন না।"
নির্বাচনের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেই তারিখ ঘোষণা করবেন অধ্যাপক ইউনূস।"
সরকারের চলমান কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। প্রশাসনিক, অর্থনৈতিক ও আইনি সংস্কার কাজ চলছে। নির্বাচন কমিশনকেন্দ্রিক প্রস্তুতিও এগিয়ে চলছে।"
রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মিল ও মতবিরোধের জায়গাগুলো চিহ্নিত করেছেন।
প্রেস সচিব বলেন, "কমিশনের দ্বিতীয় দফা আলোচনা আগামী জুনের প্রথমদিকে শুরু হবে। আমরা আশা করছি, রাজনৈতিক দলগুলো দ্রুত ঐকমত্যে পৌঁছাবে এবং জুলাই থেকে সংস্কার প্রক্রিয়া আরও জোরদার করা যাবে।"
তিনি বলেন, "অধ্যাপক ইউনূস তিনটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগিয়ে চলেছেন—সংস্কার, ফ্যাসিবাদী শক্তির বিচার, এবং নির্বাচন। সব প্রস্তুতি সম্পন্ন হলেই তিনি নির্বাচন উপলক্ষে নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন।"
রাজনৈতিক অস্থিরতা বা সংকট আছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল বলেন, "আমরা সরকারের মধ্যে কোনো অস্থিরতা বা রাজনৈতিক অনিশ্চয়তা অনুভব করছি না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের চলমান সংলাপ অব্যাহত আছে। তারা সবাই অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে।"
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) লামিয়া মোর্শেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধান উপদেষ্টা ইউনূস বুধবার দুপুরে জাপানের রাজধানী টোকিও পৌঁছান। তিনি সেখানে ৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশগ্রহণ ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।