আসিয়ানের সদস্যপদ পেতে মাহাথির মোহাম্মদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সদস্যপদ লাভের জন্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহাযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ (২৯ মে) জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম 'নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া'- সম্মেলনের ফাঁকে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান তিনি।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মাহাথির মোহাম্মদের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার অনুরোধ জানান।
প্রেস সচিব জানান, মাহাথির মোহাম্মদ আশ্বাস দিয়েছেন যে, তিনি সবসময় বাংলাদেশের বন্ধু হিসেবে থাকবেন এবং বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় সমর্থন জানাবেন।
তিনি আরও বলেন, বৈঠকে দুই নেতা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে অন্যতম হলো রোহিঙ্গা সংকট।
আগামী ১০ জুলাই মাহাথির মোহাম্মদ ১০০ বছরে পদার্পণ করবেন। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা তাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।
বৈঠকে দুই নেতা বাংলাদেশের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান নিয়েও আলোচনা করেন। তারা বিশ্বব্যাপী কর্মরত বাংলাদেশিদের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করছে।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ইউনূস ড. মাহাথির মোহাম্মদকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।
প্রসঙ্গত, ৩০তম নিক্কেই ফোরামে অংশ নেওয়া এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে বুধবার বিকেলে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।