১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা
আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মেলার উদ্বোধন করবেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) পূর্বাচলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলায় মোট ১৭৪টি স্টল, ৫৩টি প্যাভিলিয়ন এবং ১০৭টি মিনি প্যাভিলিয়ন থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
