কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিবাদে সমাবেশ চামড়াশিল্প সংশ্লিষ্ট ১৩ সংগঠনের

দেশ থেকে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ চামড়াশিল্প সংশ্লিষ্ট ১৩ সংগঠন।
সোমবার (২৬ মে) দুপুর ৩টার দিকে সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)-বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম.এ. রশিদ ভূঁইয়া।
তিনি বলেন, 'গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানি করা হবে। এটা হলে তো তা একেবারেই আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমরা এর আগে বলেছি, বুঝিয়েছি— কিন্তু তারা সেটি বোঝেননি। বাণিজ্য উপদেষ্টা গতকাল মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দিয়েছেন।'
তিনি আরও বলেন, 'এর পরিপ্রেক্ষিতে আজ প্রতিবাদ সভা হয়েছে। এখানে শ্রমিক, মালিক, কর্মকর্তা-কর্মচারীসহ শিল্পসংশ্লিষ্ট ১৩টি সংগঠনের লোক ছিল। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি, একটি স্মারকলিপি দিয়েছি।'
রশিদ ভূঁইয়া বলেন, 'বিসিকের চেয়ারম্যান আজ আসার কথা ছিল। কিন্তু তিনি না আসায় তার প্রতিনিধির মাধ্যমে আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি। আগামীকাল বিকাল ৫টায় ১৩ সংগঠনের একটি মিটিং হবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'
তিনি বলেন, 'আমরা ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে যদি কিছু না হয়, তবে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ দাবিসহ সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করা হতে পারে।'

কর্মসূচিতে অংশ নেওয়া প্রসঙ্গে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ টিবিএসকে বলেন, 'মূলত শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মালিকদের আহ্বানে আমরা আজ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এখানে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন ছাড়াও শিল্প সংশ্লিষ্ট মোট ১৩টি সংগঠনের প্রতিনিধিরা ছিলেন।'
তিনি বলেন, 'সরকার কাঁচা চামড়া রপ্তানির ওপর যেই নিষেধাজ্ঞা ছিল, সেটি প্রত্যাহারের আদেশ দিয়েছে বলে শুনেছি। গতকাল মন্ত্রণালয়ে মিনিমাম মজুরি ইস্যুতে আমাদের একটি মিটিং ছিল। সেখানেও কথাটা শুনেছি। সেখানে মালিকদের পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে, আল্টিমেটাম দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'আজকে বিসিক চেয়ারম্যানের এখানে [চামড়া শিল্পনগরী] আসার কথা ছিল, মালিকদের পক্ষ থেকে বিসিক চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ আমাদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। দেশের স্বার্থে, শিল্পের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, শ্রমিকদের স্বার্থে— আমরা আজ মালিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচিতে যোগ দিয়েছি।'
কর্মসূচিতে প্রায় হাজারখানেক মানুষ অংশগ্রহণ করেছিল বলেও জানান তিনি।
তিনি বলেন, 'আমরা নীতিগতভাবে মনে করি, এটি সরকারের সঠিক সিদ্ধান্ত নয়।'
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ফারুক হোসাইন বলেন, 'এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই শিল্পের শ্রমিকরা। কাজেই মালিকদের আহ্বানে আজ আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা চাই, অবিলম্বে এই আদেশ সরকার প্রত্যাহার করবে।'
যোগাযোগ করলে আন্দোলনের বিষয়টি নিশ্চিত করলেও একটি মিটিংয়ে থাকার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে জানান বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান রিজওয়ান।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. সাখাওয়াত উল্লাহ।