সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সঙ্গে আঁতাত করছে: গয়েশ্বর চন্দ্র

সরকার দুর্নীতিবাজদের না ধরে, তাদের সঙ্গে আঁতাত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, 'ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসঙ্গে করেছেন ড. ইউনূস। এই মৌলবাদীরাই সারাবিশ্বে নানা অশান্তি তৈরি করছে। সেইসঙ্গে সরকার দুর্নীতিবাজদের না ধরে, তাদের সঙ্গে আঁতাত করছে।'
আজ (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, 'দেশে তো দুর্নীতি কমেনি বরং বেড়েছে। কারণ শেখ হাসিনার আমলের ওই দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনও রয়ে গেছে। এই সরকার তো দুর্নীতি রোধে হাত দেননি! কয়জনকে ধরা হয়েছে? ধরার উদ্যোগ নেয়নি। এমনকি বিচারও করেনি।'
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'এই মুহূর্তে দেশ ও বন্দর বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।'
তিনি বলেন, 'মানুষ বলাবলি করছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যত সুবিধা নেয়া দরকার তাই নেবেন এবং সেজন্য তিনি দেহত্যাগ করলেও পদত্যাগ করবেন না।'
প্রধান উপদেষ্টার সফলতা কামনা করে গয়েশ্বর চন্দ্র বলেন, 'আমরা চাই ড. ইউনূস সফল হোক। তিনি সফল মানে তো জুলাই অভ্যুত্থানের সফলতা।'