শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানিয়েছি। আমরা বলেছি আইনগতভাবেই যেন এসব নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছি।
তিনি আরও বলেন, আমরা সম্মিলিতভাবে তিনটি বিষয়ে রোডম্যাপ চেয়েছি: সংস্কার, বিচার ও নির্বাচন। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি তিনি যে লক্ষ্যে দায়িত্ব নিয়েছেন, সেটি বাস্তবায়ন করে তারপর যেন সিদ্ধান্ত নেন।
আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ আসতে পারে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা।
তিনি আরও বলেন, 'ড. ইউনূস হতাশা প্রকাশ করেছেন। কারণ নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কিছু রাজনৈতিক দল সরে আসছে।'

এর আগে বৈঠকে অংশ নিতে নাহিদের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদল রাত ৮টা ২৮ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছায়।
প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
এর আগে এক বিবৃতিতে এনসিপি জানায়, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।
এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে আলোচনা করে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও মঈন খান।
এরপর রাত ৮টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তাদের আলোচ্য বিষয়ও ছিল জাতীয় নির্বাচন।