গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি নাহিদের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
পুলিশের ভূমিকা নিয়ে নাহিদ বলেন, আমরা প্রত্যেক জেলায় যাওয়ার আগে তাদের ক্লিয়ারেন্স নিয়ে যাই। গোপালগঞ্জেও সেভাবে তাদের নিরাপত্তা ক্লিয়ারেন্স নিয়ে গিয়েছি। তবে পুলিশের ভূমিকা আরো দৃঢ় হওয়া উচিত ছিল।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র সজ্জিত হয়ে এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে কর্মসূচিতে হামলা করেছে। হামলায় এনসিপির তিনজন আহত, ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রশাসনের তৎপরতা নিয়ে সন্দেহ রয়েছে। পুলিশ প্রশাসন সচেতন হলে হামলা ঠেকানো যেত।
জঙ্গি স্টাইলে হামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে এনসিপির বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে। এছাড়া আজকে থাকা মাদারীপুর ও শরীয়তপুরের পথসভা স্থগিত করা হয়েছে। আগামীকাল নির্ধারিত সিডিউল অনুযায়ী ফরিদপুরের মধ্য দিয়ে পদযাত্রা চলবে।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলা হয়।
এছাড়ও দুপুর ২টার পর পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সভা শুরু হয়। সভা শুরুর আগে বেলা দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এক দফা হামলা হয়।