ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের পদত্যাগ দাবি করেনি বিএনপি, এটি তার ব্যক্তিগত বিষয়।
আজ শুক্রবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, 'নির্বাচনি রোডম্যাপ ঘোষণার পরিবর্তে যদি তিনি (ড. ইউনূস) পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা ওনার পদত্যাগ দাবি করিনি। আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না। রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে।'
তিনি বলেন, 'কিন্তু আমরা আশা করব, তিনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত ব্যক্তিত্ব, তিনি বিষয়টি অনুধাবন করবেন। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ তিনি ঘোষণা করবেন।'
নির্বাচনি রোডম্যাপ প্রসঙ্গে তিনি সালাহউদ্দিন আরও বলেন, 'যদি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না করেন, তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে এ সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কি না, সেটা আমরা পুনর্বিবেচনা করব।'
সংস্কার ও বিচার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, 'সংস্কারের প্রধানতম প্রবক্তা তো বিএনপিই। এ সরকার যে সংস্কারের জন্য যে কমিশন গঠন করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা তো আমরা করছি এবং এগুলো চলমান। সংস্কারের বিষয়ে যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে, সেগুলোও অবশ্যই পরিপালিত হবে।'
তিনি বলেন, 'এরপর রইল বিচার। বিচারের জন্য আমরা সবসময় বলে আসছি ট্রাইব্যুনাল সংখ্যা, প্রসিকিউশন, তদন্ত টিমসহ অন্যান্য লজিস্টিক বাড়ান।'