ভবিষ্যতের শিক্ষানীতিতে স্কুলপর্যায় থেকেই ব্যবহারিক ও কারিগরি শিক্ষার সংযোগ ঘটাতে চাই: তারেক

বিএনপি স্কুলপর্যায় থেকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে আগামী দিনে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, ভবিষ্যতের শিক্ষানীতিতে আমরা স্কুলপর্যায় থেকেই ব্যবহারিক ও কারিগরি শিক্ষার সংযোগ ঘটাতে চাই। একাডেমিক পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের যদি স্কুলপর্যায় থেকে যার যে ক্ষেত্রে আগ্রহ আছে, সেদিকে ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে শিক্ষার্থীকে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ করে বেকারত্বের অভিশাপ পোহাতে হবে না। বাস্তব অভিজ্ঞতা থাকলে বিশ্ববিদ্যালয়ে চার বছর শেষ করার পর চাকরি পাওয়ার ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে সময়ক্ষেপণ করতে হবে না। সেই লক্ষ্য সামনে রেখে বিএনপি স্কুলপর্যায় থেকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে আগামী দিনে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে।
আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
জনগণ আর প্রতিহিংসা–প্রতিশোধের রাজনীতি চায় না: তারেক
তারেক বলেন, বিএনপি স্কুলপর্যায়ে আইটি, ডেন্টাল হাইজিন, মেডিকেল টেকনিশিয়ান ও অন্যান্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে। এর পাশাপাশি থাকবে একাধিক ভাষা শিক্ষার সুযোগ।
তার অভিযোগ- 'ফ্যাসিস্ট চক্র' শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছে।'
বিএনপির আগামী দিনের নীতির কথা উল্লেখ করে তারেক বলেন, বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনীতি। বিএনপির নীতি আজকের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি। মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের রাজনীতি।
আরও পড়ুন: 'বাংলাদেশে হাসিনাকে কোনো দিন রাজনীতি করার সুযোগ দেব না': ফখরুল
আজ বেলা ৩টা ১৬ মিনিটে সমাবেশ শুরু হয়। পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে যে ৯ দফা প্রতিশ্রুতি দিল ছাত্রদল
সমাবেশ থেকে ২৪ এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে ৯ দফা প্রতিশ্রুতি দেয় ছাত্রদল। দলটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এসব দফা উপস্থাপন করেন।
ই-কমার্স ও উদ্যোক্তা উন্নয়নের পরিকল্পনা
তারেক বলেন, 'আজকের তরুণ প্রজন্মের জন্য দেশের প্রতিটি জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে সহায়তা করা হবে। যাতে তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।'
বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের সরবরাহ বাড়াতে বিশ্বমানের ই-কমার্স প্ল্যাটফর্মে প্রবেশের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক আয় দেশে আনার নীতিগত উদ্যোগ
ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রায় আয় করলেও অনেকেই তা দেশে আনতে পারছেন না। এই সমস্যা সমাধানে বিএনপি সরকার গঠন করলে আন্তর্জাতিক লেনদেন নিরাপদ করতে জরুরি নীতিমালা প্রণয়ন করবে বলে আশ্বাস দেন তারেক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, 'এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গৌরব ফিরিয়ে আনতে হলে গবেষণার পরিবেশ, আবাসন সংকট এবং খাবারের মান উন্নয়ন জরুরি। আমরা চাই প্রতিটি ক্যাম্পাস হোক নিরাপদ ও মুক্ত চিন্তার স্থান।'
তারেক বলেন, 'একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আগামী দিনে আমরা নবীন ও প্রবীণ সবাই মিলে তেমনই একটি বাংলাদেশ গড়তে চাই।'