জনগণ দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পর প্রধান উপদেষ্টার মর্যাদাপূর্ণ বিদায় চায়: মঈন খান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন, এমন খবরের পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, দেশবাসী চায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ও মর্যাদার সঙ্গে দায়িত্ব ছাড়বেন, তবে সেটা দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। একই সঙ্গে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্পষ্ট করার অনুরোধও জানিয়েছেন তিনি।
রয়টার্সকে মঈন বলেন, 'বাংলাদেশের জনগণের পবিত্র আকাঙ্ক্ষা হলো ড. ইউনূসের সম্মান ও মর্যাদাপূর্ণ বিদায় এবং তার প্রতি জনগণের যে আস্থা রয়েছে, তার প্রতি সম্মান জানিয়ে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।'
ড. ইউনূস পদত্যাগ করতে পারেন, এমন খবরে তার সঙ্গে গতকাল বৃহস্পতিবার দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
পরে নাহিদ বিবিসি বাংলাকে বলেন, 'দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম।'
প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি।