ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার (২১ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
আগামী ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরে আজ দুপুর ২টা থেকে টিকিট বিক্রির এ কার্যক্রম শুরু হবে। ঈদের আগে সাত দিনের আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। ঈদযাত্রা শুরু হবে ৩১ মে থেকে। অর্থাৎ, আজ যারা টিকিট কিনবেন তারা আগামী ৩১ মে ভ্রমণ করতে পারবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে 'চাঁদপুর ঈদ স্পেশাল ১' ও 'চাঁদপুর ঈদ স্পেশাল ২' নামে এক জোড়া বিশেষ ট্রেন চলবে। এছাড়া পূর্বাঞ্চলে যাত্রী চাপ সামাল দিতে পাহাড়তলী কারখানায় ৯০টি কোচ মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে বেশিরভাগ কোচ মেরামত করে পরিবহন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, "ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে এবং তা শুধু অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।"
চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ১৬টি আন্তঃনগর ট্রেনের প্রায় ৮ হাজার অগ্রিম টিকিট বিক্রি হবে বলে জানান তিনি।
চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মো. শহিদুল ইসলাম জানান, "প্রতিটি আন্তঃনগর ট্রেনে আসনের অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রীকে দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) সুযোগ দেওয়া হবে। স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।"
একজন যাত্রী সর্বোচ্চ একবার চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে কোনো টিকিট রিফান্ডযোগ্য হবে না।