রাজউকের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর ১৩ বিও অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

দুর্নীতির অভিযোগে সাবেক রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার এবং তার স্ত্রী গাজী রেবেকা রওশনের ১৩টি বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ (১৯ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সংস্থাটি।
আবেদনে দুদক জানায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান থাকাকালে সিদ্দিকুর রহমান সরকার দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তিনি নিজের এবং পরিবারের সদস্যদের নামে জমা করেছেন। বিশেষ করে পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতির মাধ্যমে এই সম্পদ সংগ্রহ করা হয়েছে।
আবেদনে দুদক উল্লেখ করে, 'আসামি ছিদ্দিকুর ও গাজী রেবেকা রওশন তাদের বিও অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্রের মাধ্যমে বিপুল বিনিয়োগ করেছেন। তারা সেই অর্থ উত্তোলন করে বিদেশে পাচার করার চেষ্টা করছেন। সেজন্য তাদের সব চলতি সম্পদ জব্দ করা প্রয়োজন।'