মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বিরোধী সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ

মালয়েশিয়ার শ্রমবাজারে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বিরোধী একটি সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (১৯ মে) জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার একাংশের উদ্যোগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে হামলার ঘটনাটি ঘটে।
সিন্ডিকেটবিরোধী অংশের নেতা ও বায়রার সাবেক সহসভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি সকাল পৌনে ১১টার দিকে সংবাদ সম্মেলনে যোগ দিতে পৌঁছালে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া সিন্ডিকেটপন্থী একদল সদস্য তাদের বাধা দেয় ও হামলা চালায় বলে অভিযোগ করেন বায়রার সদস্য মোস্তফা মাহমুদ।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা সংবাদ সম্মেলনে অংশ নিতে গেলে তারা আমাদের বাধা দেয় ও হামলা করে। আমি এবং বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আহত হই। ফখরুলকে একটি রুমে আটকে রাখা হয়েছে। ইতোমধ্যে পুলিশ এসে পৌঁছেছে।'
তিনি জানান, তারা এই হামলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
মোস্তফা মাহমুদ বলেন, 'আমরা মূলত মালয়েশিয়া শ্রমবাজারে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের বিরুদ্ধে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়া সরকারকে সম্প্রতি যে প্রস্তাব দিয়েছেন, তাকে স্বাগত জানিয়ে এই কর্মসূচির আয়োজন করেছিলাম।'
তিনি আরও বলেন, 'একইসঙ্গে আসন্ন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় সিন্ডিকেট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানাতেই আমরা এ আয়োজন করি। কিন্তু যারা শ্রমবাজারকে সিন্ডিকেটের হাতে তুলে দিতে চায়, তারা আজ নজিরবিহীনভাবে আমাদের ওপর হামলা চালিয়ে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে।'