এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কলম বিরতি: ব্যবসা-বাণিজ্য স্থবির, জরুরি সমাধানের দাবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে সরকার কর্তৃক জারি করা অধ্যাদেশের মাধ্যমে 'রাজস্ব নীতিমালা' ও 'রাজস্ব ব্যবস্থাপনা'—এই দুটি নতুন বিভাগ গঠনের পর থেকে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের টানা কলম-বিরতি কর্মসূচির কারণে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে মারাত্মক বিঘ্ন ঘটেছে।
এই সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন (এফবিসিসিএফএএ) অবিলম্বে সব পক্ষকে নিয়ে কার্যকর আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত ও জরুরি সমাধানের আহ্বান জানিয়েছে।
এফবিসিসিএফএএ সভাপতি মো. মিজানুর রহমান ও মহাসচিব এসএম সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে এই রূপান্তর কার্যকর করায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যা দেশের বাণিজ্য খাতে বিপর্যয় ডেকে এনেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের চলমান কলম-বিরতি কর্মসূচির কারণে বিগত চার দিন ধরে কাস্টমস অফিস ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে আমদানিকারক, রপ্তানিকারক এবং বাণিজ্য সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনেরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পরিস্থিতিতে সরকারের রাজস্ব আহরণ ও বৈদেশিক মুদ্রা অর্জনও ব্যাঘাত ঘটছে। পণ্যের ছাড় ও পরিবহনে বিলম্বের কারণে বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। যার প্রভাব পড়ছে জরুরি সেবা কার্যক্রমেও।
রপ্তানিমুখী শিল্প খাতে কাঁচামালের সরবরাহ বিঘ্নিত হওয়ায় কিছু কারখানা বন্ধ হওয়ার পথে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এফবিসিসিএফএএ আরও সতর্ক করে জানিয়েছে, চলমান অচলাবস্থার ফলে সরকার যেমন হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি বাজারে পণ্যের সরবরাহ কমে গিয়ে মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা দিচ্ছে।
সংকটের কারণে আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত হাজারো কর্মীর জীবিকা হুমকির মুখে পড়েছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
সিএন্ডএফ এজেন্টদের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি উল্লেখ করে এফবিসিসিএফএএ বলেছে, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এ অচলাবস্থা আরও বড় হয়ে সারা দেশে অস্থিরতা তৈরি হতে পারে।
এ কারণে সংগঠনটি সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং সব অংশীজনকে সম্পৃক্ত করে একটি বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করার আহ্বান জানায়।
গত ১২ মে রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫' অনুমোদনের পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে 'রাজস্ব নীতি বিভাগ' ও 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ'— এই দুটি পৃথক বিভাগে ভাগ করে সরকার।