চিন্ময় দাসকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
রোববার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন এ আদেশ দেন। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি শেষে এই অনুমতি দেন।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি বলেন, 'আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ড ও রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসকে পৃথকভাবে একদিন করে মোট দুইদিন জিজ্ঞাসাবাদের আবেদন করে তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আদালত উভয় আবেদনের অনুমোদন দেন।'
২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারের প্রতিবাদে চিন্ময় অনুসারীরা আদালত এলাকায় বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে রঙ্গম কনভেনশন হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুন হন।
পরে আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। একই ঘটনায় আরও চারটি মামলা হয়। তদন্তে চিন্ময় দাসের সম্পৃক্ততা পাওয়ায় আদালত তাকে এসব মামলাতেও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
বর্তমানে তিনি কারাবন্দি এবং রাষ্ট্রদ্রোহ ও হত্যা মামলাসহ একাধিক অভিযোগে তদন্তাধীন রয়েছেন।