পদ্মা অয়েলের ভারপ্রাপ্ত এমডি হলেন মোফিজুর রহমান

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) মহাব্যবস্থাপক (অপারেশনস) মোফিজুর রহমানকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ (১৭ মে) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোফিজুর রহমান এ পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব সাময়িকভাবে পালন করছিলেন বিপিসির সচিব শাহিনা সুলতানা।
সাবেক এমডি মো. আবদুস সোবহান যুক্তরাষ্ট্র থেকে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর পর ১৪ মে পদটি শূন্য হয়। এর আগে তিনি ৪ থেকে ১০ মে পর্যন্ত ছুটিতে ছিলেন। স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বিদেশে অবস্থান করছিলেন। তবে ছুটি শেষে কাজে না ফেরায় তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে।
১৩ মে পিওসিএলের পরিচালনা পর্ষদের সভায় এমডির অনুপস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব জাফর উল্লাহ খান সোবহানের অবস্থান সম্পর্কে জানতে চান।
উত্তরে কোম্পানি সচিব আলী আবসার জানান, তিনি এখনো বিদেশে ছুটিতে আছেন। এ নিয়ে বোর্ডে তীব্র সমালোচনা হয়।
এর পরদিন (১৪ মে) সোবহান ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান।
এদিকে মো. আবদুস সোবহানের বিরুদ্ধে এলপিজি ও বিটুমিন বিপণনে অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।