‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’য় অংশ নিতে মানিক মিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

'নারীর ডাকে মৈত্রী যাত্রা' কর্মসূচিতে যোগ দিতে জড়ো হতে শুরু করেছেন প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর সদস্যরা।
আজ শুক্রবার (১৬ মে) দুপুর ২টা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কর্মসূচি শুরু হয়। দুপুরের আগ থেকেই বিভিন্ন ব্যানার-প্লেকার্ড হাতে কর্মসূচি স্থলে অংশগ্রহণকারীদের উপস্থিত হতে দেখা গেছে।

'আমরা ঐক্যবদ্ধ হব মৈত্রী যাত্রায়' স্লোগানে সম্প্রতি রংপুরে নারীদের ফুটবল খেলা বন্ধ করার জন্য ব্যানার, ঢাকার লালমাটিয়ায় ধূমপান করাকে কেন্দ্র করে সহিংসতা, পার্বত্য চট্টগ্রামে 'আদিবাসী' নারীদের ধর্ষণ, মুন্সিগঞ্জে লঞ্চে দুই নারীকে বেল্ট দিয়ে মারধরের মতো নারীর প্রতি অন্যান্য আরও প্রতিহিংসা, সহিংসতা, হয়রানির ঘটনাসহ 'আদিবাসী' জনগোষ্ঠীর সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নারী, আদিবাসী জনগোষ্ঠী, বিভিন্ন ধর্মাবলম্বী, প্রতিবন্ধী মানুষ, শ্রমজীবী মানুষ, দলিত নারী , গার্মেন্টস শ্রমিক, চা শ্রমিক, গৃহকর্মী , গৃহিণী, উর্দুভাষী সম্প্রদায়, যৌনকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য সম্প্রদায়—সবার জন্য ন্যায়, বৈষম্য বিরোধিতা, সমমর্মিতার জন্যই এ কর্মসূচি।

গতকাল বৃহস্পতিবারই এ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, হিল উইমেনস ফেডারেশন, সিপিবি নারী সেল, নারী মুক্তি কেন্দ্রসহ ৫০টি সংগঠন।
চলুন দেখে নেওয়া যাক কর্মসূচির আরও কিছু ছবি:





