Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
November 07, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, NOVEMBER 07, 2025
উপদেষ্টার মাথায় বোতল পড়া নিয়ে দুঃখপ্রকাশ, তবে কর্মসূচি চালিয়ে যাবেন জগন্নাথের শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2025, 02:25 pm
Last modified: 15 May, 2025, 01:09 am

Related News

  • জামায়াতের রাজনীতিতে একাত্তরের চরিত্র আবার ফুটে উঠেছে: ইকবাল হাসান মাহমুদ
  • ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
  • গণভোটসহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিল জামায়াতসহ ৮ দল
  • প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • গণভোট নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে জামায়াত, ১১ নভেম্বর ঢাকায় সমাবেশ

উপদেষ্টার মাথায় বোতল পড়া নিয়ে দুঃখপ্রকাশ, তবে কর্মসূচি চালিয়ে যাবেন জগন্নাথের শিক্ষার্থীরা

‘...তবে দুঃখ প্রকাশ করলেও এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
টিবিএস রিপোর্ট
14 May, 2025, 02:25 pm
Last modified: 15 May, 2025, 01:09 am
ছবি: সংগৃহীত

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  (জবি) সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রতিনিধি ও শিক্ষার্থী সামসুল আরেফিন।

তিনি বলেন, 'আমরা সারারাত এখানেই অবস্থান করব। আমাদের শিক্ষার্থীদের ওপর কোনো আঘাত এলে তার দায় সরকারকে নিতে হবে।'

তিনি আরও জানান, তাদের দাবির সঙ্গে সবগুলো সংগঠন ঐকমত্য হয়েছে।

তিন দফা দাবিতে বুধবার (১৪ মে) রাজধানীর কাকরাইল এলাকায় বিক্ষোভ শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করে যোগ দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো: বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা; ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া; এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা।

ছবি: টিবিএস

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনের মাঠেই থাকবেন।

উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপের বিষয়ে দুঃখ প্রকাশ করে সামসুল আরেফিন বলেন, 'আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। তবে দুঃখ প্রকাশ করলেও এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।'

এর আগে রাত ১০টার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। কিন্তু ভিড়ের মধ্য থেকে কেউ তার দিকে পানির বোতল ছুড়ে মারেন। এরপর তিনি বক্তব্য শেষ না করেই চলে যান।

মাহফুজ তার বক্তব্য শুরুর এক মিনিটের মাথায় বলেন, 'আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো—আপনার—উস্কানি…'

এ কথা শোনামাত্র শিক্ষার্থীরা 'ভুয়া ভুয়া' বলে চিৎকার করতে থাকেন। এ সময় মাহফুজ বলেন, 'কথা শেষ করতে দিন।'

ছবি: টিবিএস

কিছু পরেই বাম পাশ থেকে একটি বোতল এসে তার মাথায় লাগে। তখন মাহফুজ বলেন, 'আমি কথা বলব না।' এরপর তিনি পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করেন।

এই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে মো. রইছ উদ্দিন বলেন, 'এটা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হয়নি।' তিনি অভিযোগ করেন, 'ভিন্ন একটি পক্ষ আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে এটি করেছে।'

তিনি বলেন, 'প্রশাসন এ ঘটনা তদন্ত করে দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করুক।'

বক্তব্যের শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মাহফুজ বলেছিলেন, 'আপনারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন। এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে ডায়ালগের মাধ্যমে সমাধান করা হবে।'

এদিকে রাত পৌনে ১টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিকে ন্যায্য দাবি হিসেবে পুনর্ব্যক্ত করেন।

ছবি: টিবিএস

তিনি তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে বলেন, 'আন্দোলনরত শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে সরকারের কাছে উপস্থিত হয়েছে। তাদেরকে সরাতে কোনোরকম হামলা বা কোনো ফোর্সফুল মেজার [জোরপূর্বক পদক্ষেপ] গ্রহণ না করতে ডিএমপি কমিশনারকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।'

এর আগে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আটটি বাসে করে আরও কয়েকশ শিক্ষার্থী কাকরাইলে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন এবং প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হকও অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা 'রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে' স্লোগান দেন।

এদিন সকালে শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 'লংমার্চ' শুরু করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে।

ছবি: টিবিএস

দুপুর সোয়া ১২টার দিকে একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বর থেকে লংমার্চ শুরু হয়।

কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাদেরকে বাধা দিলে ধাক্কাধাক্কির একপর্যায়ে শুরু হয় লাঠিচার্জ। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

পরে বেলা ২টার দিকে প্রায় ২০০ শিক্ষার্থী কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে সেখানে আরও শিক্ষক-শিক্ষার্থীরা যোগ দেন এবং দাবির পক্ষে স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তারা ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনারের (এসি) বিচারের দাবিও জানান।

ছবি: টিবিএস

এক শিক্ষার্থী, আবির হোসেন দাবি করেন, সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

আহতদের একজন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দিন বলেন, 'শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, 'শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে, এমনকি সহকারী প্রক্টরকে আঘাত করেছে। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।'

আন্দোলনকারীরা জানান, তারা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা শুরু করে।

পরে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অনেকে মৎস্য ভবন মোড়ের দিকে সরে যান।

ছবি: টিবিএস

কাঁদানে গ্যাসে আহত শিক্ষার্থী সামিউল রহমান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, 'আমাদের যৌক্তিক দাবির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। আমার ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের কয়েকজনকে জরুরি বিভাগে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ কর্মসূচির আয়োজক 'জবি ঐক্য' নামের একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো একত্রিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সংগঠনটি কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) গেলেও সন্তোষজনক সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা লংমার্চের ডাক দেন।

লংমার্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতারা অংশ নেন।

Related Topics

টপ নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় / যমুনা / প্রধান উপদেষ্টা / শিক্ষার্থীদের ওপর হামলা / শিক্ষার্থীদের বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের
  • ফাইল ছবি: সংগৃহীত
    ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
  • নিউইয়র্কে মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচনের রাতে আয়োজিত একটি ওয়াচ পার্টিতে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণের সময় নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ও ফার্স্ট লেডি রামা দুয়াজি। ছবি: এপি
    নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি কে এই রামা দুয়াজি?
  • ছবি: সংগৃহীত
    জেমকন গ্রুপের সিইও কাজী আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ ক্রোকের নির্দেশ
  • চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টন নিষিদ্ধ পপি বীজ
  • ছবি: সংগৃহীত
    ৭টি নয়, ভারত-পাকিস্তান সংঘাতে ‘মূলত ৮টি’ যুদ্ধবিমান ভূপাতিত: ট্রাম্পের নতুন দাবি

Related News

  • জামায়াতের রাজনীতিতে একাত্তরের চরিত্র আবার ফুটে উঠেছে: ইকবাল হাসান মাহমুদ
  • ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
  • গণভোটসহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিল জামায়াতসহ ৮ দল
  • প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • গণভোট নিয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে জামায়াত, ১১ নভেম্বর ঢাকায় সমাবেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

3
নিউইয়র্কে মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচনের রাতে আয়োজিত একটি ওয়াচ পার্টিতে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণের সময় নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ও ফার্স্ট লেডি রামা দুয়াজি। ছবি: এপি
আন্তর্জাতিক

নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি কে এই রামা দুয়াজি?

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জেমকন গ্রুপের সিইও কাজী আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ ক্রোকের নির্দেশ

5
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টন নিষিদ্ধ পপি বীজ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৭টি নয়, ভারত-পাকিস্তান সংঘাতে ‘মূলত ৮টি’ যুদ্ধবিমান ভূপাতিত: ট্রাম্পের নতুন দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net