ভোটের সময় মাঠে থাকবে ৬০ হাজার সেনা; দেড় লাখ পুলিশকে দেওয়া হবে নির্বাচনী প্রশিক্ষণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বাংলাদেশ সেনাবাহিনীর ৬০ হাজার সদস্য মোতায়েন করবে।
এছাড়া, নির্বাচনী প্রশিক্ষণ পাবে ১.৫ লাখ পুলিশ সদস্য। তাদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে।
আজ (২৮ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-এর সভাপতিত্বে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক পর্যালোচনা সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
পররাষ্ট্র একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বৈঠকে জানান, আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে ১.৫ লাখ পুলিশ সদস্যকে নির্বাচনকেন্দ্রিক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মধ্যে সমন্বয় বাড়াতে জোর দেওয়া হয়েছে।
এছাড়া, নির্বাচন সংক্রান্ত তথ্য দ্রুত প্রচারে একটি কেন্দ্রীয় মিডিয়া সেন্টার গঠনের পরিকল্পনাও রয়েছে সরকারের।
এর আগে, ২৬ জুলাই যমুনায় ১৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনুস জানান, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা হবে।