নটর ডেম কলেজের ভবন থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বিকেল সোয়া ৩টার দিকে তিনি ভবন থেকে নিচে পড়ে যান। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ধ্রুবর বাড়ি গাইবান্ধার সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। ঢাকার গোপীবাগে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
হাসপাতালে ধ্রুবর বাবা বানি ব্রতদাস জানান, তার ছেলে ধ্রুব উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এক মাস পরে তার ফাইনাল পরীক্ষা। আজ কলেজের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল। রেজাল্ট আনতে ছেলেকে নিয়ে কলেজে যান তিনি। অভিভাবকদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তিনি গেটের বাইরে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর দেখতে পান তার ছেলেকে সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় রিকশায় তুলছে।
তিনি বলেন, 'আমি এখনও আসলে জানি না কি ঘটেছে। ধ্রুবর কোনো শত্রু নেই। ও সম্ভবত দুর্ঘটনাবশত ভবনটি থেকে পড়ে গিয়েছে।'
নাফিজ নামে কলেজের এক শিক্ষার্থী বলেন, 'হঠাৎই আমরা একটি শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গে বাইরে এসে দেখি ধ্রুব মাটিতে পড়ে রয়েছে এবং তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। আমরা তখনই তাকে হাসপাতালে নিয়ে যাই।
পুলিশের উপপরিদর্শক মাসুদ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।