বিদেশে চিকিৎসা খরচে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই পাঠানো যাবে ১৫ হাজার ডলার

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত চিকিৎসা খরচ পাঠানো যাবে।
সোমবার (১২ মে) এক সার্কুলার ইস্যু করে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারও চিকিৎসার প্রয়োজনে আরও বেশি ডলারের পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।
তবে অনুমতি নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকই অনুমতি নেবে। আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংকগুলো ১০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারত। এই সীমা আরও পাঁচ হাজার ডলার বাড়ানো হলো।
সাধারণত বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসাপ্রত্যাশীদের অধিকাংশই ভারত যেত। ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ভিসা জটিলতা তৈরির পর থেকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশে যাচ্ছেন। যদিও এসব দেশে চিকিৎসা খরচ কিছুটা বেশি। এজন্য তাদের বেশি ডলারের প্রয়োজন হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতালের নামে কিংবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ১৫ হাজার ডলার বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে। এই সীমার মধ্যে গ্রাহকেরা চাইলে ৫ হাজার ডলার নগদ ছাড় করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈধপথে চিকিৎসা খরচ নেওয়ার ব্যবস্থা সহজ হলে মানুষ হুন্ডিতে ঝুঁকবে না। আর হুন্ডি বাড়লে প্রবাসী আয় কমে যাবে। এ জন্য চিকিৎসা ব্যয় বিদেশে নেওয়া সহজ করা হয়েছে।
এ দিকে চলতি মাসের শুরুতে পড়াশোনাসহ বিভিন্ন খাতে বিদেশে খরচ পাঠানোর জন্য বিধিবিধান সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।
আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের ব্যাংকগুলো সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার ব্যয়, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসাসংক্রান্ত ব্যয় ইত্যাদি খরচ পাঠাতে পারবে।