রাজনৈতিক ব্যবস্থার গুণগত পরিবর্তন ছাড়া ঝুঁকিভিত্তিক তদারকি কাজে আসবে না: গভর্নর
রাজনৈতিক ব্যবস্থার গুণগুত পরিবর্তন না এলে কোনো রিস্ক-বেসড সুপারভিশন (আরবিএস বা ঝুঁকিভিত্তিক তদারকি) কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকে 'রিস্ক-বেসড সুপারভিশন' শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গভর্নর বলেন, 'আমাদের লক্ষ্য আরবিএসের মাধ্যমে ব্যাংককে আইনগত স্বনির্ভর ও অর্থবহ করা। আগের সরকারের আমলে ব্যাংকখাতে যে অনিয়ম হয়েছে, তা শনাক্ত করা হয়েছে। তবে সে সময় রাজনৈতিক সরকার তা বাস্তবায়ন করতে দেয়নি।'
তিনি বলেন, 'রিস্ক-বেসড সুপারভিশনের আওয়তায় ২০টি ব্যাংকের সঙ্গে বর্তমানে পাইলটিং কার্যক্রম চলছে। পরবর্তীকালে বাকি ৪১টি ব্যাংককেও এর আওয়তায় আনা হবে।'
গভর্নর বলেন, 'কোনো ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করতে হলে বাংলাদেশ ব্যাংকের গঠিত প্যানেল থেকে নির্বাচন করতে হবে। তবে এ প্যানেলের বাইরে ব্যাংকের পছন্দমতো ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিতে চাইলে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবে। বাংলাদেশ ব্যাংক ফিট অ্যান্ড প্রপার টেস্ট করে তাদের প্যানেলে যুক্ত করবে। তারপর ব্যাংক তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিতে পারবে। তাছাড়া পরিচালনা পর্ষদে ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক থাকার কথাও বলেছেন গভর্নর। সেজন্য ব্যাংক কোম্পানি আইনে সংশোধন আনা হবে।'
গভর্নর মূল্যস্ফীতি নিয়ে বলেন, 'আমি জানি না জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামবে কি না। এখন বাজার স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে। তবে চালের দাম বেশি রয়েছে। কেন এ পণ্যের দাম বেশি তা আমার জানা নেই।'
তিনি বলেন, 'এখনো অনেক ব্যাংক থেকে গ্রাহকরা আমানত পাচ্ছে না- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে গভর্নর বলেন, ছোট ছোট আমানতকারীদের টাকা পরিশোধে বেশ কিছু ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। তবে বড় আকারে আমানত ফেরত পেতে হলে সময় দিতে হবে।'
'তবে আমি আশ্বস্ত করছি, সব ব্যাংকেই আমানতকারীদের আমানত সুরক্ষিত রয়েছে। ধাপে ধাপে আমরা তাদের টাকা পরিশোধ করব', যোগ করেন তিনি।
