বিদ্যুৎ খাতে ১৫ বছরে হওয়া সব চুক্তির তথ্য চেয়ে বিপিডিবিতে দুদকের চিঠি

২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে যেসব বিদ্যুৎকেন্দ্রের চুক্তি হয়েছে, তার পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) ও ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্টসহ (আইএ) অন্যান্য সব চুক্তির তথ্য চেয়ে বিপিডিবিকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার চিঠির বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। বিপিডিবির চেয়ারম্যান বরাবর এ চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন।
চিঠিতে চুক্তির শর্ত অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রগুলোর অনুকূলে এ পর্যন্ত পরিশোধকৃত বিল ও বকেয়া বিল সংক্রান্ত তথ্যাদি ছাড়াও অনুসন্ধানকালে চাওয়া অন্যান্য যেকোনো নথি প্রদান করতে বিপিডিবিকে দিতে বলা হয়।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ অন্যদের বিরুদ্ধে ঘুষ নেওয়া, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাশ করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণ নিয়ে আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এনিয়ে দুদকের পাঁচ সদস্যের একটি অনুসন্ধান দল কাজ করছে।