শাপলা চত্বরের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার সময় ৩ মাস বাড়ল

২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ও কর্মীদের ওপর হামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩ মাস বাড়ানোর অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
প্রথম আলো সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন সময়সীমা নির্ধারণ করেছে আগামী ১২ আগস্ট।
আজ (১২ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্য ছিলেন বিচারপতি মো. মহিতুল হক ইনায়েতুর চৌধুরী।
মামলায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ২০১৩ সালের ৫-৬ মে ঢাকার মতিঝিল এলাকায়, হত্যাকাণ্ড, নির্যাতনসহ মানবতাবিরোধী নানা অপরাধ সংগঠনের অভিযোগ রয়েছে শেখ হাসিনাসহ ৯জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে চারজন বর্তমানে কারাগারে এবং বাকি পাঁচজন পলাতক।
পলাতকদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহিউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ।
আজকের আদেশে মামলায় যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা ইতোমধ্যে অন্য মামলায় কারাগারে আছেন।
তারা হলেন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম।
আদালত নির্দেশ দিয়েছেন যে, এই চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হোক এবং তাদের কারাবাস অব্যাহত রাখা হোক।