১৬ বছরে হাসিনা ও পরিবারের নামে প্রায় ১০০০ প্রতিষ্ঠানের নামকরণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্যানুসারে, গত ১৬ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের নামে মোট ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল।
আজ (২৬ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এসব স্থাপনার মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, সরকারি সুযোগ-সুবিধা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, 'এইসব প্রতিষ্ঠানের অধিকাংশের নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে। বাকি যেগুলোর নাম পরিবর্তন হয়নি, সেগুলোর প্রক্রিয়া চলমান রয়েছে।'