যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারত-পাকিস্তানের প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

ভারত ও পাকিস্তান হঠাৎ করে উত্তেজনা প্রশমিত করে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১০ মে) প্রধান উপদেষ্টার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, 'আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়ায় আন্তরিকভাবে সাধুবাদ জানাই।'
তিনি আরও বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কার্যকর মধ্যস্থতার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।'
ড. ইউনূস জানান, বাংলাদেশ সবসময় দ্বিপক্ষীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। 'কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনে প্রতিবেশী দুই দেশকে বাংলাদেশ সবসময় সমর্থন করে এসেছে, ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত থাকবে।'
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছিল। দুই দেশের সেনাদের মধ্যে গুলিবিনিময় ও হানাহানির ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছিল।
এর প্রেক্ষিতেই হোয়াইট হাউসের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সমঝোতা হয় এবং শনিবার যুদ্ধবিরতির ঘোষণা আসে।